Python Trapped: দীর্ঘ ভয়াল এক অজগর ঢুকে পড়ল বাড়ির ভিতরে, তারপর...

খাঁচায় আটকে বিশাল অগজগর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায়। বলা হচ্ছে, হাঁস ও মুরগি খেতেই লোকালয়ে কোনও ভাবে ঢুকে পড়েছিল অজগরটি। পরে খাবার খেতে গিয়ে খাঁচায় আটকে পড়ে সেটি। বন দফতর সূত্রে খবর, সাপটিকে উদ্ধারের পর গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

| Jul 31, 2022, 13:04 PM IST

প্রদ্যুৎ দাস: খাঁচায় আটকে বিশাল অগজগর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায়। বলা হচ্ছে, হাঁস ও মুরগি খেতেই কোনওভাবে লোকালয়ে ঢুকেছিল অজগরটি। পরে খাবার খেতে গিয়ে খাঁচায় আটকে পড়ে সেটি।

1/6

দীর্ঘ অজগর!

প্রায় ৯ ফুটের দীর্ঘ অজগর! ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য এলাকায়।   

2/6

মুরগি খাওয়ার লোভে

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মুরগি খাওয়ার লোভে মুরগির খাঁচায় ঢুকে আটকে গিয়েছিল বিশাল আকারের অজগরটি। 

3/6

খাঁচার দরজা বন্ধ

বাড়ির মালিক এবং স্থানীয়রা সকলে ঘটনাটা বুঝতে পেরেই তড়িঘড়ি মুরগির খাঁচার দরজা বন্ধ করে দেন।  

4/6

ভিড় জমে যায়

ততক্ষণে অজগর দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় বাড়িতে, বাড়ির আশেপাশে। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগে।

5/6

অবশেষে বনকর্মী

অবশেষে বনকর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

6/6

পাঁচটি মুরগি খেয়ে ফেলে

এই অবসরে অজগরটি নাকি পাঁচটি মুরগি খেয়ে ফেলে বলে অভিযোগ বাড়ির মালিকের। বন দফতর সূত্রে খবর, সাপটিকে উদ্ধারের পর গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।