Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

Dec 23, 2021, 21:48 PM IST
1/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

নিজস্ব প্রতিবেদন: অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়! এই সুযোগ হাতছাড়া কি আর হাতছাড়া করা যায়? হাজার তিনেক টাকায় মোবাইল বুক করেছিলেন। কিন্তু পার্সেল করে বাড়িতে পাঠানো হল মাটির ডেলা! প্রতারণার শিকার হলেন জলপাইগুড়ির যুবক।

2/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। স্থানীয় একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি।

3/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তাঁর দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন।

4/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ টাকা দিয়ে মোবাইল বুক করেন বিজয়।  

5/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

এদিন সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়।  

6/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

পার্সেলটি খোলার পরে চক্ষু চড়কগাছ! কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ডেলা!

7/7

Jalpaiguri: মোবাইলের বদলে মাটির ডেলা! ৩৩০০ টাকা খোয়ালেন যুবক

A man fall pray to online fraudster in Jalpaiguri

ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক আধিকারিক জানিয়েছেন, টাকা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে, লিখিত অভিযোগ জমা দিলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।