৩ ফুট লম্বা ৩ কেজি ওজনের হাতির দাঁত! কত লক্ষ টাকায় চোরাচালানের কথা ছিল জানেন?
অসম থেকে ডুয়ার্স হয়ে নেপালে পাচারের পথে ৩ কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করল বন দফতর।
ঘটনায় বন দফতরের বিশেষ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে পাচারকারী। প্রায় তিন ফুট লম্বা তিন কেজি ওজনের হাতির দাঁতটি প্রায় ১৫ লক্ষ টাকায় বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের বলে জানা গিয়েছে।
ওই দাঁত-সহ পাচারকারীকে গ্রেফতার করেন জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
গোপন খবর অনুযায়ী, শিলিগুড়ি-সংলগ্ন তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনি হাতির দাঁতটি উদ্ধার করেন।
জানা গিয়েছে, একটি বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল দাঁতটি। এই ঘটনায় যুক্ত আর-এক পাচারকারী পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। কী ভাবে এই দাঁতটি সে সংগ্রহ করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছেন বন দফতরের কর্মীরা।