ফের Cancer-এ আক্রান্ত 'জিয়নকাঠি' খ্যাত অভিনেত্রী Aindrila Sharma?

Feb 26, 2021, 18:35 PM IST
1/5

খারাপ খবর বাংলা টেলি জগতে। ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? জিয়নকাঠি খ্যাত অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে মন খারাপ হয়ে যায় অনুরাগীদের

2/5

এর আগেও একবার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। মারণ ব্যাধির সঙ্গে লড়াই চালিয়ে সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী। সুস্থতার পর ফের আরও একবার কঠিন রোগ ঐন্দ্রিলার শরীরে বাসা বেঁধেছে বলে জানা যায়

3/5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন ঐন্দ্রিলা। ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে সেখানে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চলছে ঐন্দ্রিলার চিকিৎসা। ঐন্দ্রিলার কান্না দেখে মন ভেঙে যায় তাঁর অনুরাগীদের। অভিনেত্রী যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করেন অনেকে  

4/5

এদিকে ঐন্দ্রিলা যখন মারণ রোগের সঙ্গে লড়াই করছন, সেই সময় বান্ধবীর মনের জোর বাড়ালেন বন্ধু সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা যতে ভেঙে না পড়েন, সব ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মহাপীঠ তারাপীঠের বামাক্ষ্যাপা  

5/5

ঐন্দ্রিলার সঙ্গে সব্যাসাচীর সম্পর্কের গুঞ্জন টেলি পাড়ায় কান পাতলেই শোনা যায়। বিপদের সময় বান্ধবী যাতে মনের জোর না হারান, মন শক্ত করে থাকেন, সেই পরামর্শই দেন পর্দার বামাক্ষ্যাপা।