Popular Actress-Singer Death: কনসার্ট বাতিল করে বাড়িতেই! বাথটব থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ...

Miho Nakayama death: সেদিনই তাঁর বাড়ির বাথটব থেকে অচ‍ৈতন্য অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Dec 07, 2024, 09:10 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫৪ বছর বয়সী জাপানি অভিনেত্রী-সঙ্গীতশিল্পী মিহো নাকায়ামা প্রয়াত। শুক্রবার ৬ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওর ইবিসু জেলায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মিহোর দেহ।

2/6

জানা গিয়েছে, ৬ ডিসেম্বর মিহোর ওসাকাতে কনসার্ট করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করতে হয়। 

3/6

সেদিনই তাঁর বাড়ির বাথটব থেকে অচ‍ৈতন্য অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

4/6

মিহোর এজেন্সি তাঁর ওয়েবসাইটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, আমরা তাঁর আকস্মিক মৃত্যুতে হতবাক। যদিও তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

5/6

মিহো নাকায়ামা জাপানের সবচেয়ে বড় পপ তারকাদের মধ্যে একজন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পীও ছিলেন মিহো। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে গায়িকা হিসেবে জে-পপ'র সাফল্যের শীর্ষে ছিলেন তিনি। 

6/6

১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'লাভ লেটার' সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক সাড়া জাগান তিনি।