দীপাবলিতে 'অলক্ষ্মী'কে বিদায় দিয়ে লক্ষ্মীর আরাধনায় মনামী ঘোষ

Nov 14, 2020, 19:46 PM IST
1/6

2/6

শনিবার গোটা দেশ জুড়ে হচ্ছে দীপাবলির সেলিব্রেশন। এই উৎসবে মেতে উঠেছেন বলিউড থেকে টলিউড সমস্ত তারকারাই। দীপাবলির বিশেষ এই দিনে কালীপুজোর পাশাপাশি অনেক বাঙালির বাড়িতেই আয়োজন করা হয় লক্ষ্মীপুজো। ঠিক যেমনটা হল অভিনেত্রী মনামী ঘোষের বাড়িতে। 

3/6

প্রত্যেকবারের মত এবারেও পারিবারিক প্রথা মেনে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয় মনামীর বাড়িতে। সেইমতোই পুজোপাঠে অংশ নেন অভিনেত্রী।

4/6

প্রথা অনুযায়ী, অলক্ষ্মীকে বিদায় জানিয়ে এই দিন লক্ষ্মীপুজো করা হয়, অভিনেত্রীর বাড়িতেও তেমনটাই হল। সাধারণত চালের গুঁড়ি দিয়ে বানানো অলক্ষ্মীর পুজো করে তা জলে ভাসিয়ে দেওয়া হয়। আর তারপরই করা হয় লক্ষ্মীর আরাধনা।

5/6

বাড়ির পুজোতে কালো শাড়ি আর লাল ব্লাউজে দেখা গেল অভিনেত্রী মনামী ঘোষকে। মেকআপ ছাড়া ছিমছাম লুকেই দেখা গেল তাঁকে। নিজের হাতেই করলেন পুজোর আয়োজন।

6/6

বাড়ির পুজোয় মনামী ঘোষের সঙ্গে দেখা গেল অভিনেত্রীর মাকেও। মাস্ক পরে সাবধানতা মেনেই ছিলেন তিনি।