বন্ধুদের সঙ্গে মিলে আমফান বিধ্বস্ত নদিয়ার বসিন্দাদের পাশে দাঁড়ালেন সায়নী ঘোষ

Jun 09, 2020, 20:56 PM IST
1/6

একদিকে করোনার প্রকোপ, তার উপর আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলার বহু অঞ্চল। এই পরিস্থিতিতে  গ্রাম বাংলার মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী সায়নী ঘোষ এবং তাঁর আরও কিছু বন্ধু।

2/6

শনিবার নদিয়া জেলার ধরাদহ, নদীডাঙা, নারায়ণপুর সহ বিভিন্ন গ্রামে ঘুরে দুঃস্থ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেন অভিনেত্রী সায়নী ঘোষ ও তাঁর বন্ধুরা।     

3/6

আটা, ডাল, ১০ কিলো চাল, আলু, তেল, ছাতু, সয়াবিন, চিড়ে, বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটাইজার, হ্যান্ডমেড মাস্ক, সাবান ছাড়া বেসিক হাইজিন কিট ও রেশন কিট ওই এলাকার মানুষজনের হাতে তুলে দেন তাঁরা।

4/6

অভিনেতা সায়নী ছাড়াও এই টিমে ছিলেন অভিনেতা অভিনেতা কৌশিক রায়, সংগীত পরিচালক ও গীতিকার প্রসেন, সায়নীর  আরও দুই বন্ধু অঙ্কিতা চৌধুরী ও দীপ বাতরা। তাঁরা সকলে মিলেই অনুদান সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সায়নী।

5/6

সায়নী জানিয়েছেন, তাঁর এক ডিজাইনার বন্ধ গামছা দিয়ে গ্রামবাসীদের জন্য প্রায় ২৫০০ হ্যান্ডমেড মাস্ক বানিয়ে দিয়েছেন।

6/6

তাঁদের এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ভীষণভাবে সাহায্য করেছেন বলে জানিয়েছেন সায়নী ঘোষ।