Shruti-Swarnendu Marriage: চমক শ্রুতি-স্বর্ণেন্দুর, চুপিসারেই বিয়ে সারলেন 'রাঙাবউ' অভিনেত্রী

‘ত্রিনয়নী’ থেকে তাঁদের প্রেমের পথ চলা শুরু হয়েছিল। ৯ জুলাই জীবনের নয়া ইনিংস শুরু করলেন। শ্রুতি তাঁর ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেড করে দিয়েছেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে নিয়েছেন সমাদ্দার। 

Jul 10, 2023, 11:04 AM IST
1/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

অফিসিয়ালি শিলমোহর পড়ল। সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। রবিবার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রুতি-স্বর্ণেন্দু দুজনেই। 

2/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

কেবল 'জাস্ট ম্যারেড'-এর একটি কেকের ছবি পোস্ট করে সকলকে খুশির খবর দিলেন তাঁরা। তাঁদের প্রেমে মুখর স্টুডিয়ো পাড়া। এর আগেও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এবার একেবারে চুপচাপ কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেললেন শ্রুতি ও স্বর্ণেন্দু।  

3/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

৮ জুলাই জীবনের এক রঙিন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই সেলেব দম্পতি। মিস টু মিসেস হয়ে সমাদ্দার বাড়ির রাঙা বউ হলেন শ্রুতি। 

4/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

একটি সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছে, পরিবার ও কিছু ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই বিয়েটা সারতে চেয়েছিলেন তারা। এটা তাদের দুজনের কাছেই বিশেষ মূহুর্ত। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার সেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে হয়েছে। 

5/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

শ্রুতি আরও বলেন, 'আমরা দুজনেই রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটা ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। সে কারণেই পরিবারের মানুষজন ও খুব কাছের কিছু অতিথিরা নিমন্ত্রিত ছিল।' 

6/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ত্রিনয়নী সিরিয়ালের মাধ্যমেই শ্রুতি ও পরিচালকের পরিচয় হয়। শ্রুতি এই সিরিয়াল দিয়েই ডেবিউ করেন টেলি দুনিয়ায়। নিজেদের প্রেম কাহিনি নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি শ্রুতি বা স্বর্ণেন্দু কেউ। 

7/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

বিয়ের আগে বেশকিছু রিয়্যালিটি শো-তেও একসঙ্গে দেখা গিয়েছে শ্রুতি-স্বর্ণেন্দুকে। তাঁদের বয়সের ফারাক নিয়ে কথা উঠলেও তাতে বিশেষ পাত্তা দেননি এই জুটি। 

8/8

শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে

Shruti Das-Swornendu Samaddaar Wedding

রবিবার, গত ৯ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তাঁরা।