Berhampore Murder: 'বাংলায় নারীর নিরাপত্তা প্রশ্নের মুখে', বহরমপুরে মোমবাতি মিছিলে হাঁটলেন Adhir

May 03, 2022, 23:24 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: 'এই নৃশংস হত্যাকাণ্ড কি এড়ানো যেত না'? বহরমপুরে ছাত্রীকে খুনের প্রতিবাদে মোমবাতি মিছিলে হাঁটলেন সাংসদ অধীর চৌধুরী। বললেন, 'এটা পুলিস-প্রশাসনের ব্য়র্থতা। রাজ্যের সর্বত্রই আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বাংলায় নারীর নিরাপত্তা প্রশ্নের মুখে'।

2/6

ভরসন্ধেবেলা নৃশংস হত্যালীলা। বহরমপুর শহরে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে কলেজছাত্রীকে খুন করল প্রেমিক!

3/6

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, নকল বন্দুক ও রক্ত মাখা জামা। ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে উঠে আসছে একের এক চাঞ্চল্যকর তথ্য।

4/6

যেদিন ঘটনাটি ঘটে, সেদিনই ঘটনাস্থলে যান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এদিন শহরে মোমবাতি মিছিলে হাঁটলেন তিনি।

5/6

বহরমপুরের ক্যাতায়নী এলাকায় যে গলিতে খুন হয়েছে ওই তরুণী, সেই গলি থেকেই শুরু হয় মিছিল। এরপর মোহন মোড় ও কংগ্রেস অফিসের সামনের রাস্তা ধরে গোটা শহর পরিক্রমা করেন কংগ্রেস কর্মীরা। হাতে মোমবাতি। 

6/6

ওই তরুণীর বাড়ি মালদহে। বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন বহরমপুর শহরের ক্যাতায়নী এলাকায় মেসে। অভিযোগ, রবিবার সন্ধ্যা ওই তরুণীকে মেসের ঘর থেকে বাইরে ডেকে আনে তাঁর প্রেমিক। এরপর প্রথমে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে এলোপাথাড়়ি কোপাতে থাকে সে!