Kalipuja 2023: বাংলার বিভিন্ন কালীমন্দিরের অজানা গল্প আর মহিমা বর্ণনায় অদিতি মুন্সী

Sat, 11 Nov 2023-4:06 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন? কোথায় দেবীকে ক্ষ্যাপাকালী বলে? এসব কাহিনীই শোনাবেন অদিতি মুন্সী এই আলোর উৎসবের মরসুমে। 

জি বাংলা সিনেমার পর্দায় কালীপূজা উপলক্ষে 'সকালের সুরে' বিশেষ পর্ব: ১১ থেকে ১৬ই নভেম্বর, ঠিক সকাল ৮টা থেকে।

ইতিমধ্যেই জি বাংলা সিনেমার সকালের শো, 'সকালের সুরে', গল্পের জাদুতে আর গানের সুরে সুরে জিতে নিয়েছে বহু মানুষের মন। সাড়া ফেলেছে শহরের গলি থেকে গ্রামের আলপথে। 

পুরাণের বহু জানা-অজানা কাহিনী, রামায়ণ-মহাভারতের কাহিনী, ও বিভিন্ন আধ্যাত্মিক গল্পের সাথে বাঙালির চিরন্তন প্রিয় গান দিয়ে সাজানো এই অন্যরকম অনুষ্টানটির সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সকলের অতি প্রিয় 'অদিতি মুন্সী'। 

কয়েকদিন আগেই ১০০তম এপিসোডের মাইলস্টোন পার করেছে এই অনুষ্ঠানটি। আগামী দিনে আরও বহু মানুষের মন ছুঁয়ে যাওয়ার পথে জি বাংলা সিনেমার জনপ্রিয় শো টি।

তাই এবার কালীপুজোর উদযাপন বিশেষভাবে। সাধক কমলাকান্তের কালী থেকে কলকাতার ঐতিহ্যবাহী মন্দির, বাঁকুড়া,বীরভূম থেকে আসানসোলের নানা মন্দিরের অলৌকিক মহিমার কথা তুলে ধরবেন অদিতি তার অনবদ্য উপস্থাপনার মাধ্যমে।

কালীপূজা উপলক্ষে ৬টি বিশেষ পর্ব দেখা যাবে ১১ থেকে ১৬ নভেম্বর, ঠিক সকাল ৮টা থেকে, শুধু মাত্র জি বাংলা সিনেমার টেলিভিশন স্ক্রিনে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link