ঘরে ক্যাকটাস রাখতে বারণ করে বাস্তশাস্ত্র। ক্যাকটাস থেকে ছড়ায় নেতিবাচক চিন্তাভাবনা। এর প্রভাবে ব্যবসা ও চাকরিতে বাধা সৃষ্টি হতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন না। তবে ক্যাকটাস একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে সুফল পেতে পারেন।
2/5
ক্যাকটাসের উপকারিতা
ক্যাকটাস ঘর থেকে ৫০ মিটার বা তার থেকে দূরে রাখতে হবে। দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে ক্যাকটাস। এতে আপনার সৌভাগ্যের পথে বাধা দূর হবে। রোগব্যধিও আপনাকে ছুঁতে পারবে না।
photos
TRENDING NOW
3/5
অগ্রগতির পথে বাধা দূর
ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে রাখুন ক্যাকটাস। তাতে দুধ ও জল ঢালুন। এতে আপনার অগ্রগতির পথে বাধা আসতে পারে। চাকরি ও ব্যবসার বাধা দূরে হবে।
4/5
ভয় থেকে মুক্তি
ভয় ও টেনশন থেকে মুক্তি দেয় ক্যাকটাস। রাতে শোয়ার আগে তামার পাত্রে জল রাখুন। সকালে কারও সঙ্গে কথা বলার আগে ওই জল ক্যাকটাসে ঢালুন।
5/5
পারিবারিক বিবাদ বা রোগ থেকে মুক্তি
পারিবারিক বিবাদ বা কোনও ব্যক্তিকে দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি দেয় ক্যাকটাস। পাত্র জল নিয়ে গোটা ঘরে প্রদক্ষিণ করুন, পূর্ব দিক থেকে শুরু করে দক্ষিণ, পশ্চিম ও উত্তর পর্যন্ত যান। তারপর ক্যাকটাসে জল দিন। এতে ঘরের সমস্যার সমাধান হবে।