Baradar-এর নেতৃত্বেই নয়া Taliban সরকার! তাহলে তাঁর 'ভারত-নীতির'-দিকেই তাকিয়ে বিশ্ব

| Sep 26, 2021, 17:37 PM IST
1/11

আবদুল গনি বেরাদর

Mullah Abdul Ghani Baradar

 দেবস্মিতা দাস: আফগানিস্তানের 'ভারত নীতি'-ই এখন জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। তালিবান কুর্সি দখলের প্রাক মুহুর্ত পর্যন্ত যে সম্পর্ক ছিল সে সমীকরণে বদল আসবে তা স্বাভাবিক। তালিবান অন্দরের খবর, আফগানিস্তানের ভবিষ্যতের সম্ভাব্য শাসক হতে চলেছেন আবদুল গনি বেরাদর।

2/11

তালিবান-পাকিস্তান সম্পর্ক

Taliban-pakistan relation

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেছে, পাকিস্তানের সঙ্গে এই তালিবান নেতার সম্পর্কে বহু দিন ধরেই নানা উত্থান-পতন রয়েছে। সোজা কথায়, ঠিক এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে তাঁর বোঝাপড়াটা কোন স্তরে, তা সারা বিশ্বের কাছে তত পরিষ্কার নয়। এই প্রেক্ষিতে কি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমীকরণ স্থাপন করতে পারেন এই তালিবান নেতা?

3/11

মহম্মদ আব্বাস স্তানেকজাই

Mohammad Abbas Stanekzai

সম্প্রতি তালিবানের বর্ষীয়ান নেতা শের মহম্মদ আব্বাস স্তানেকজাই জানান যে তাঁরা ভারতের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ দেশ হিসেবেও উল্লেখ করেন। যদিও তালিবান ক্ষমতায় আসার পর 'সম্পর্কের সমীকরণে' ভারতের অবস্থান কী তা স্পষ্ট করা হয়নি। 

4/11

ভারত-আফগান সম্পর্ক

India-Afgan relation

কূটনৈতিক মহলের মত, আফগানভূমিতে আটক ভারতীয়দের নিরাপত্তার দিক এবং তাঁদের নির্বিঘ্নে দেশে ফেরানোর 'স্বার্থেই' সতর্কতা অবলম্বন করেছে ভারত। কূটনৈতিক মহলের মত, আফগানভূমিতে আটক ভারতীয়দের নিরাপত্তার দিক এবং তাঁদের নির্বিঘ্নে দেশে ফেরানোর 'স্বার্থেই' সতর্কতা অবলম্বন করেছে ভারত।     

5/11

নয়া তালিবান সরকার

new Afghanistan govt

অতএব ভারত যে বিরোধী আসনে বিরাজমান এ অঙ্ক সরল। কিন্তু মাঝের জট আবদুল গনি বেরাদর। এর কারণ খুঁজতে ইতিহাস দেখতে হয়। ২০১০ সালে করাচিতে পাকিস্তানের পুলিস বেরাদরকে আটক করে।  লোহার চেন দিয়ে হাত বেঁধে নেওয়ার ছবিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

6/11

তালিবানের সহ-প্রতিষ্ঠাতা

Co-founding the Taliban

কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি ছিল আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল রাখতে তালিব নেতাকে কারাগারে পাঠায় পাকিস্তান। যদিও ২০১৮ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়। সন্ত্রাস মামলায় আট বছর জেল খাটা আব্দুল গনি বেরাদরের সেই মুক্তির নেপথ্যে ছিলেন স্বয়ং ট্রাম্প, এমন তথ্যও শোনা গিয়েছিল কানাঘুষো। 

7/11

তালিবানের ধর্মীয় নেতা

Taliban's supreme religious leader

আফগানভূমে যুদ্ধের সমঝোতা ও মীমাংসা করতেই এই নেতাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে খবর। তবে গত দু'বছরে পাকিস্তান এবং চিনের সঙ্গে বিশেষ ভ্রাতৃত্ব গড়ে তুলেছেন এই নেতা, এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে। 

8/11

তালিবানের মুখপাত্র

public face of the Taliban

যদিও ভারত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি কী হতে চলেছে সে বিষয়ে কোনও ইঙ্গিত আবদুল গনি বেরাদর দেননি। যদি ধরা নেওয়া যায় তালিবানের সাম্প্রতিক ঘোষণায় তিনি সহমত তবে ভারতের জন্য চিন্তার পারদ কমতে পারে।

9/11

তালিবানের ভারত-নীতি

talibans india

শনিবার যদিও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ইঙ্গিত দিয়েছেন যে তালিবানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে 'সাবধানের মার নেই' নীতিতেই এগোবে ভারত। ইতিমধ্যে আফগানিস্তানে বহু বিনিয়োগ করেছে ভারত।

10/11

তালিবান-ভারত বন্ধুত্ব

taliban-india friendship

তখন অবশ্য সম্পর্কে 'অনিশ্চয়তা' আসেনি। তালিবান কি সেই বন্ধুত্বের দায় নেবে? 

11/11

বিশ্ব সমীকরণ

world equation

 বিশ্বকে অবাক করে নয়া কোনও কুটনৈতিক চাল দেবেন কি আবদুল গনি বেরাদর?