Manali: ভয়ংকর তুষারপাত! বরফে ঢাকা গাড়ি, প্রায় ১১ ঘণ্টা আটকে পর্যটকরা অবশেষে...

Manali Heavy Snowfall: বরফে চাকা পিছলে কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলেও জানান তিনি। অবশেষে গভীর রাতে বরফের স্তর সরিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে প্রশাসন। 

Dec 28, 2024, 09:08 AM IST
1/5

অয়ন ঘোষাল: প্রায় ১১ ঘণ্টা আটকে থাকার পর শুক্রবার রাত ১১.২৫ মিনিটে মানালি সলং ভ্যালি থেকে অটল টানেল হয়ে গাড়ি চলা শুরু করল। 

2/5

প্রবল তুষারপাতে রাস্তায় বরফের স্তর জমে গিয়ে শুক্রবার দুপুর থেকেই আটকে পড়েন কয়েক হাজার পর্যটক।

3/5

এরমধ্যে প্রচুর বাঙালি পর্যটক আছেন। 

4/5

তাদেরই একজন রাজীব দত্ত গতকাল জি ২৪ ঘণ্টা-কে ভিডিয়ো পাঠিয়ে তাদের আটকে থাকা অসহায় অবস্থার কথা জানান।   

5/5

বরফে চাকা পিছলে কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলেও জানান তিনি। অবশেষে গভীর রাতে বরফের স্তর সরিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে প্রশাসন। মানালি ফেরেন পর্যটকরা।