টানা দু-দিন তাণ্ডবের পর বনদফতরের বাগে রয়্যাল বেঙ্গল টাইগার

Oct 07, 2020, 14:03 PM IST
1/4

মঙ্গলবার রাতেই বন দফতরের পাতা ফাঁদে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। মৈপিঠের বৈকুণ্ঠপুর গ্রামের উল্টোদিকে আজমলমারি জঙ্গলের দিকে পাতা হয় তিনটি খাঁচা।   

2/4

খাবারের লোভে এসে সেখানেই ধরা পড়ে বাঘ। স্বস্তিতে গ্রামবাসী ও বন দফতরের কর্মীরা। সোমবার সন্ধেয় সুন্দরবনের আজমলমারির জঙ্গল থেকে হেরোভাংগা নদী পেরিয়ে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে বৈকন্ঠপুর এলাকায়।   

3/4

লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ভীম নায়েক নামে এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে পড়ে একটি গোরুকেও মেরে ফেলে সে। এরপর সারারাত বাঘের উপর চলে নজরদারি। 

4/4

জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। উপস্থিতি বুঝতে পেরেই বৈকন্ঠপুর সংলগ্ন একটি নদী পাড়ের ম্যানগ্রোভের একটি জঙ্গলে আশ্রয় নেয় বাঘটি। শেষপর্যন্ত  মঙ্গলবার রাতে বনদফতরের পাতা জালেই ধরা দেয় দক্ষিণরায়।