Nakhoda Masjid: ঈদের সকালে ভিড় নাখোদা মসজিদে, উৎসবের মেজাজে মানুষ

Tue, 03 May 2022-9:15 am,

২০২০ এবং ২০২১ সালে কোভিড আবহে পরিপূর্ণ ভাবে পালন করা যায়নি ঈদ উল ফিতর। এবার সব বাধা কেটে গিয়ে পুরোদস্তুর উৎসবের মেজাজে মানুষ।

কাঁটায় কাঁটায় সকাল সোয়া ছটায় নাখোদা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ।

সামনে রবীন্দ্র সরণী ও জাকারিয়া ষ্ট্রীট সংযোগস্থলেও তিলধারণের জায়গা নেই।

বিগত দুবছর ছোট ছোট শিফটে বিশেষ নমাজ পাঠ হয়েছিল। এবার সবার জন্যই একসঙ্গে নমাজ পাঠের ব্যবস্থা।

উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা এবং নাখোদা মসজিদ পরিচালন সমিতির অন্যতম সদস্য ইরফান আলি তাজ।

ঈদের দিনে সকাল থেকেই বর্ষণমুখর কলকাতা। দমকা হাওয়া এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link