Durga Puja 2022: করোনা-বাধা পেরিয়ে আবার চেনা ছন্দে কুয়ালালামপুরের পুজো-অভিযান

কেননা এবার আর কোথাও করোনার জুজু নেই। এবার আবার সকলের অংশগ্রহণে দীপ্ত উজ্জ্বল হয়ে উঠেছে অভিযান রিক্রিয়েশন ক্লাবের শারদোৎসব।

| Oct 03, 2022, 21:08 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবাসে দৈবের বশে নয়, প্রবাসে দৈবের আরাধনায় বরাবরই মাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের অভিযান রিক্রিয়েশন ক্লাব। বরাবর বলতে, বছরপাঁচেক। এ বছরটি তাদের ষষ্ঠ পুজো। কিন্তু এরই মধ্যে দুটি বছর বাদ হয়ে গেছে তাদের আনন্দের তালিকা থেকে। কেননা করোনা এসে সব ঘেঁটে দিয়ে গেছে। পুজো তারা ২০২০ ও ২০২১ সালেও করেছে বটে, তবে তাতে সবার পরশে পবিত্র-করা তীর্থনীরপূর্ণ মঙ্গলঘটের অভাব ছিল। করোনাবিধির জেরে নানা নিষেধাজ্ঞা এসে পুজোর চরিত্রে বদল ঘটিয়ে গিয়েছে।

কিন্তু এবার তারা আবার চেনা ছন্দে। কেননা এবার আর কোথাও করোনার জুজু নেই। এবার আবার সকলের অংশগ্রহণে দীপ্ত উজ্জ্বল হয়ে উঠেছে অভিযান রিক্রিয়েশন ক্লাবের শারদোৎসব।

1/6

আবার সবার পরশে পবিত্র-করা তীর্থনীর

সবার পরশে পবিত্র-করা তীর্থনীরভরা মঙ্গলঘটের যে-অভাব দুবছর ছিল, তা ঘুচেছে এবার।

2/6

অভিযান রিক্রিয়েশন ক্লাব

এবার অভিযান রিক্রিয়েশন ক্লাব আবার চেনা ছন্দে। এবার আর কোথাও করোনার জুজু নেই।  

3/6

জমায়েতশূন্য পুজো পেরিয়ে

কলকাতা তথা গোটা বাংলার মতোই কোভিড-আবহে প্রবাসের পুজোর জৌলুশও ফিকে হয়েছিল। ফিকে হয়েছিল তাদের পুজোর জৌলুশও। গুটিকয়েক সদস্য মিলে ২০২০ এবং ২০২১ সালে কোনো রকমে মালয়েশিয়া প্রশাসনের অনুমতি নিয়ে জমায়েতশূন্য পুজো করেছিলেন। 

4/6

ফের আনন্দ

এবার ফের আনন্দে ফেরার পালা। 

5/6

মহিলারাই দায়িত্বে

সব চেয়ে বড় কথা, প্রবাসী বাঙালি মহিলারাই এই পুজোয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের দায়িত্বে থাকেন।

6/6

সাংস্কৃতিক অনুষ্ঠানও

অভিযান রিক্রিয়েশন ক্লাবের ষষ্ঠ বছরের এই পুজোয় এবার ফিরল অঞ্জলি, ভোগ। সব চেয়ে আনন্দের কথা, এবার সেখানে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।