এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, শোকপ্রকাশ বলিউড তারকাদের

Aug 07, 2020, 23:45 PM IST
1/9

ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ল দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। শুক্রবার ১৮৪ জন যাত্রী ৫ জন কেবিন ক্রু-এবং ২জন পাইলট সহ মোট ১৯১ জন যাত্রী নিয়ে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের অবতরণের সময় রানওয়েতে পিছলে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া বিভীষিকাময় সেই ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু' টুকরো  হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন পাইলট। দুর্ঘটনার জেরে মোট ১৪ জনের এখনও পর্যন্ত মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত আরও বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলি তারকারা। 

2/9

শোকপ্রকাশ দিশা পাটানির।

3/9

শোকপ্রকাশ অক্ষয় কুমারের

4/9

শোকপ্রকাশ প্রীতি জিন্টার

5/9

শোকপ্রকাশ ফারহান আখতারের।

6/9

শোকপ্রকাশ সঞ্জয় গুপ্তার

7/9

শোকপ্রকাশ রবীনা ট্যান্ডনের

8/9

শোকপ্রকাশ করেন এষা গুপ্ত।

9/9

শোকপ্রকাশ রণবীর শোরের।