বাজারে ‘ইলেকট্রিক সুপার কার’ আনছে কালাশনিকভ

Aug 24, 2018, 11:25 AM IST
1/5

S 5

S 5

প্রেসিডেন্ট পুতিনের জন্য বাইক বানানোর পর এবার বাজারে গাড়ি আনছে একে-৪৭ এর নির্মাতা সংস্থা কালাশনিকভ। এই গাড়ি চলবে বিদ্যুতে।

2/5

S 4

S 4

সংস্থার পক্ষ থেকে এটিকে ইলেকট্রিক সুপার কার বলে বর্ণনা করা হয়েছে। মস্কো ডিফেন্স এক্সপোতে গাড়িটির একটি মডেল প্রদর্শন করা হয়।

3/5

S 3

S 3

গাড়িটির মিল রয়েছে সত্তরের দশকের ইজ-কোম্বির সঙ্গে।

4/5

S 2

S 2

গাড়িটির ব্যাটারি একবার চার্জ করতে তা চলবে ৩৫০ কিলোমিটার। সর্বোচ্চ গতি হবে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

5/5

S 1

S 1

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কালাশনিকভ তার নিজের মতো করে এই ইলেকট্রিক গাড়িটি তৈরি করেছে। এটি এলন মাস্কের বিখ্যাত ইলেকট্রিক গাড়ি টেসলা-র সঙ্গে পাল্লা দেবে বলে কালাশনিকভের পক্ষ থেকে দাবি করা হয়েছে।