দেশ, বিদেশ মিলিয়ে অক্ষয় কুমারের বাড়ির সংখ্যা কত জানেন!

Sep 09, 2019, 12:12 PM IST
1/11

সোমবার ৫২-তে পড়লেন অক্ষয় কুমার। জন্মদিনেই বলিউড খিলাড়ি ঘোষণা করেন, পৃথিবীরাজ চৌহানের বায়োপিকে অভিনয় করেবন তিনি। পাশাপাশি হাউজফুল ৪-এর শ্যুটিংও শুরু করেছেন অক্ষয় কুমার 

2/11

মুম্বইয়ের জুহুতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে অক্ষয় কুমারের কিন্তু তিনি থাকেন লোখন্ডওয়ালার কমপ্লেক্সের বাড়িতে। অন্ধেরিতে আরও একটি বাড়ি রয়েছে অক্ষয়ের। পাশাপাশি কেপ টাউন, টোরন্ট এবং গোয়াতে একটি করে বাড়ি রয়েছে আক্কির। দুবাইতেও রয়েছে অক্ষয়ের একটি বাড়ি।  

3/11

মুম্বইয়ে বাড়ির পাশাপাশি দুবাইতে থাকতেও পছন্দ করেন অক্ষয়। সেই কারণে দুবাইতেও একটি বালাসবহুল বাংলো রয়েছে বলিউড অভিনেতা

4/11

ভারতের 'জ্যাকি চ্যান' বলা হয় অক্ষয় কুমারকে 

5/11

২০১৩ সালে অক্ষয় কুমারের সিনেমা মোট ব্যবসা করে ৩০০ মিলিয়ন, খিলাড়ি ছাড়া এই রেকর্ড বলিউডের অন্য কোনও অভিনেতার ঝুলিতে আর নেই

6/11

বর্তমানে অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ মিলিয়ন

7/11

অক্ষয় কুমারের একটি নিজস্ব প্রযোজক সংস্থা রয়েছে, যার নাম হরি ওম এন্টারটেইনমেন্ট

8/11

অক্ষয় কুমারের ব্যক্তিগত চাটার্ড বিমানও রয়েছে

9/11

অক্ষয় কুমারের চাটার্ড বিমানের মূল্য প্রায় ২৬০ কোটি 

10/11

অক্ষয় কুমারের  নিত্য নতুন গাড়ি কেনার শখ রয়েছে, যার মধ্যে যেমন বাইক রয়েছে, তেমনি রয়েছে একাধিক চার চাকার গাড়ি

11/11

বি টাউনের খবর, অক্ষয় কুমারের গ্যারাজে রয়েছে হার্লে ডেভিশন ভি রোড, হন্ডা সিআরভি, ইয়ামাহা ভি ম্যাক্স, মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস, রেঞ্জ রোভার ভগ, রোলস রয়েস ফ্যানটমের মতো একাধিক গাড়ি