Omicron Community Transmission In Delhi: বিপদসংকেত! দিল্লিতে ওমিক্রনের 'গোষ্ঠী সংক্রমণ'?

Dec 30, 2021, 14:01 PM IST
1/6

গোষ্ঠী সংক্রমণ

Community Transmission

নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ? এমনই ইঙ্গিত দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

2/6

কেন 'গোষ্ঠী সংক্রমণ' বলা হচ্ছে?

Why Community Transmission

তিনি সাফ জানালেন যে, বিদেশ সফর ছাড়াও অনেকে দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত। যা থেকে এটা স্পষ্ট যে দিল্লিতে 'গোষ্ঠী সংক্রমণে'র পথেই ওমিক্রন।  

3/6

ডেল্টা বনাম ওমিক্রন

Delta Vs Omicron

তবে আশার কথা একটাই যে, ডেল্টা ভ্যারিয়ান্টের সংক্রমণের ফলে যেমন হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল, ওমিক্রন সংক্রমণের ফলে সেটা হচ্ছে না।

4/6

দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্ত

Delhi Omicron Tally

উল্লেখ্য, দেশে ওমিক্রন আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জন।

5/6

কোভিড পজিটিভিটি রেট বৃদ্ধি

Covid Positivity Rate Spikes

প্রসঙ্গত, দিল্লিতে করোনার সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যারফলে একলাফে কোভিড পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১.২৯ শতাংশ।

6/6

৪৬ শতাংশ-ই ওমিক্রন আক্রান্ত

46 Percent Omicron Positive

এখন নতুন করে যত সংখ্যক কোভিড পজিটিভ কেস হয়েছে, তারমধ্যে সর্বশেষ জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট অনুযায়ী ৪৬ শতাংশ-ই ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন।