Christmas 2020 : হবু বর Ranbir Kapoor ও শাশুড়ি, ননদদের নিয়ে জমিয়ে পার্টি Alia Bhatt-র

Dec 26, 2020, 13:45 PM IST
1/8

25 December ক্রিসমাস উপলক্ষে কাপুর বাড়িতে আয়োজিত হয় বিশেষ মধ্যাহ্নভোজ। এই আয়োজন হয়েছিল প্রয়াত অভিনেতা শশী কাপুরের বাড়িতে। শুক্রবার, সকালে সেখানে হাজির ছিলেন আলিয়া-রণবীর। এরপর ওইদিন রাতেই রণবীর (Ranbir Kapoor) সহ, হবু শাশুড়ি নীতু কাপুর, ননদ ঋদ্ধিমা কাপুর সাহানিদের জন্য বিশেষ ডিনার পার্টির আয়োজন করেন আলিয়া ভাট (Alia Bhatt)।   

2/8

রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুরের ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে ভাট বাড়িতে ডিনার পার্টির ছবি। ডিনার পার্টিতে আলিয়ার মা, অভিনেত্রী সোনি রাজদানের সঙ্গে ঋদ্ধিমা কাপুর সাহানির সেলফি।

3/8

আলিয়ার ডিনার পার্টিতে আমন্ত্রিত ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অয়নের সঙ্গে ঋদ্ধিমা কাপুর সাহানি। 

4/8

ডিনার পার্টিতে আলিয়ার সঙ্গে নীতু কাপুর, শাহিন ভাট ও ঋদ্ধিমা কাপুর সাহানি। 

5/8

নীতু কাপুরের সঙ্গে মেয়ে ঋদ্ধিমা কাপুর, জামাই ভারত সাহানি ও নাতনি সামারা সাহানি। 

6/8

ভাই রণবীর কাপুরের সঙ্গে ঋদ্ধিমা কাপুর সাহানি। 

7/8

মেয়ে সামারা সঙ্গে ঋদ্ধিমা কাপুর সাহানি।

8/8

স্বামী ভারত সাহানির সঙ্গে ঋদ্ধিমা কাপুর সাহানি।