1/5
আমাজনের ‘রাক্ষুসে’ মাছ
2/5
আমাজনের ‘রাক্ষুসে’ মাছ
মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, সে সব দেশে এই মাছকে আমাজন সেইলফিন ক্যাটফিস (Amazon Sailfin Catfish) বা সাকারমাউথ ক্যাটফিস বলেই চেনেন সকলে। মাছটি লম্বায় এক ফুটের কাছাকাছি। ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম। খুব দ্রুত বংশবৃদ্ধি হয় এই প্রজাতির মাছের। ফলে দ্রুত বিগড়ে যায় সেই জলাশয়ের পরিবেশও। অন্যান্য মাছের প্রজনন ও বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়।
photos
TRENDING NOW
3/5
আমাজনের ‘রাক্ষুসে’ মাছ
কিন্তু আমাজনের এই ‘রাক্ষুসে’ মাছ কী ভাবে এল মণিপুরের জলে, তা বুঝে উঠতে পারছেন না মৎস্য বিশেষজ্ঞরা। নদী, হ্রদ বা পুকুর— জলাশয় যেমনই হোক না কেন, তার একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র থাকে। এই ধরনের মাছ সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বিগড়ে দিতে পারে। বিলুপ্ত হয়ে যেতে পারে অনেক ছোট প্রজাতির মাছ, আশঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের!
4/5
আমাজনের ‘রাক্ষুসে’ মাছ
5/5
আমাজনের ‘রাক্ষুসে’ মাছ
photos