স্কুলের গেট উদ্বোধন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই বদতমিজ় দিল গানে নাচলেন শিক্ষিকারা।
2/11
আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের এই ছবি ভাইরাল হতেই বইছে সমালোচনার ঝড়।
photos
TRENDING NOW
3/11
১৩ অগাস্ট আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের নতুন গেটের উদ্বোধন হয়। সাংসদ তহবিলের অনুদান থেকেই এই গেট নির্মিত হয়।
4/11
গেটের উদ্বোধন উপলক্ষ্যে বসেছিল অক্রেস্ট্রার আসরও।
5/11
যদিও এই ঘটনায় এখনও প্রধান শিক্ষিকার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ।
6/11
তবে এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা করছেন ওয়াকিবহলমহল।
7/11
হিন্দি গানে চলছে দেদার নাচ।
8/11
আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের গেট।
9/11
ডিসট্রিক্ট ইনসপেক্টর অব স্কুল তপন সিংহ- “সংস্কৃতিমূলক অনুষ্ঠান হওয়া উচিত হওয়া উচিত ছিল। রবীন্দ্র-নজরুল সঙ্গীতানুষ্ঠান হওয়া উচিত ছিল। এটা অপসংস্কৃতি”।
10/11
আইনজীবী মৃদুল গোস্বামী- “শিক্ষিকারা যদি নাচেন এবং সেই ছবি ভাইরাল হয়, সেটা ঠিক নয়। আনন্দ করার অধিকার সবারই আছে, তবে স্কুলে দাঁড়িয়ে এভাবে আনন্দের বহিংপ্রকাশ অনিভিপ্রেত। শিক্ষিকাদের উচিত ছিল সুসংহত থাকা”।
11/11
শিক্ষক নেতা কনজবল্লভ গোস্বামী- “নাচার গানে নেচে ফেলেছেন, তবে শিক্ষিকাদের এমন নাচ আমাদের সময় কখনই দেখিনি। নাচ-গান অবশ্যই হওয়া উচিত তবে সেটা এইভাবে নয়”।