Plane Crash: হাড়হিম করা ঘটনা! জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল বিমান! মৃত অন্তত ১০, আহত বহু...

Brazil plane crash: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিমানটি প্রথমে বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে।

Dec 23, 2024, 17:24 PM IST
1/5

মৃত্যু ১০ জনের

ভেঙে পড়ল আস্ত বিমান। গুড়িয়ে গেল দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের  গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

2/5

আহত

পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 

3/5

চিমনিতে ধাক্কা

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিমানটি প্রথমে বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে।

4/5

ব্রাজিল

ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অল্প যাত্রী বহনে সক্ষম ‘পাইপার শিয়েন ৪০০ টার্বোপ্রপ’ বিমান ছিল এটি।

5/5

১৫ জনকে হাসপাতালে

পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।