পুলওয়ামার ঘটনার প্রেক্ষিতে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল হুগলির এক জুটমিলের কর্মীর বিরুদ্ধে। শ্রমিকদের বিক্ষোভের জেরে মহম্মদ আনসারি নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিস।
2/6
পুলওয়ামার ঘটনার পর শোকসন্তপ্ত গোটা দেশ। শহিদদের নিয়ে গর্বিত দেশবাসী রীতিমতো বদলার আগুনে ফুঁসছে। এমনটা একটা সময়ে অনভিপ্রেত মন্তব্য করার অভিযোগ উঠেছে চটকল কর্মীর বিরুদ্ধে।
photos
TRENDING NOW
3/6
হুগলির ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিলের শ্রমিকদের অভিযোগ, চটকলের কর্মী মহম্মদ আনসারি মন্তব্য করেন, ৪০জন মারা গিয়েছে। তোমরা বাকি আছো।
4/6
স্থানীয় বাসিন্দা সন্তোষ প্রসাদের দাবি, অবিলম্বে মহম্মদ আনসারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে পুলিসকে। চটকলের দেওয়া বাড়িও ছাড়তে হবে তাঁকে।
5/6
আনসারির মন্তব্যের পর শ্রমিকরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। একটি ঘরের মধ্যে আটকে পড়েন তিনি।
6/6
চন্দননগর কমিশনারেটের এসিপি জসপ্রীত সিং গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আনসারিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। জসপ্রীত সিং আবেদন করেন, ব্যবস্থা নিচ্ছি। আপনারা শান্ত থাকুন। এরপরই স্লোগান ওঠে 'ভারত মাতা কি জয়'।