আস্ত একখানা ইলিশ বিক্রি হল আট হাজার টাকায়, বাজারে হইচই

Sep 16, 2020, 10:41 AM IST
1/5

দুকেজি ৩০০ গ্রাম ওজনের একখানা ইলিশ মাছ। বাজারে এসে পৌঁছতেই সেটিকে নিয়ে হইচই পড়ে গেল। এত বড় ইলিশ মাছ দেখতে ভিড়ও জমল।

2/5

বাংলাদেশের বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ থেকে আকারের ইলিশটি ধরেন স্থানীয় জেলে এমাদুল শেখ। সাধারণত এত বড় আকারের ইলিশ দেখা যায় না।

3/5

বাংলাদেশের রায়েন্দা বাজারের শের-ই-বাংলা সড়কের মাছের হাটে মাছটিকে নিয়ে আসার পরই ভিড় জমে যায়। মাছ ব্যবসায়ীরা সাড়ে তিন হাজার টাকা দান হাঁকেন। বলাবাহুল্য ইলিশটি বিক্রি হতে বেশি সময় লাগেনি।

4/5

বাংলাদেশ সরকার ৬৫ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। তার উপর এবার লকডাউনের জেরে জেলেরা দীর্ঘদিন নদী, সমুদ্রে জল ফেলতে পারেননি। ফলে বড় বড় সাইজ-এর ইলিশ ধরা পড়ছে বলে জানাচ্ছেন মতসজীবীরা।

5/5

মত্জীবীরা জানিয়েছেন, দুকেজি সাইজ-এর ইলিশ মাছ সচরাচর ধরা পড়ে না। তাই এই ইলিশ মাছটির দাম একটু বেশি ধার্য করা হয়েছিল।