মাঝপথে বন্ধ অমরনাথ যাত্রা, ঘরে ফিরছেন পুণ্যার্থী ও পর্যটক, দেখুন ছবি

Aug 03, 2019, 19:10 PM IST
1/8

গতকাল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিস যৌথ সাংবাদিক বৈঠক করে জানায়, বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা

2/8

এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে পাক সেনার

3/8

 অমরনাথ যাত্রা রুটে পাওয়া গিয়েছে ল্যান্ডমাইন এবং পাক সেনার ব্যবহৃত টেলিস্কোপ যুক্ত এম-২৪ স্নাইপার রাইফেল

4/8

এর পরই তড়িঘড়ি পুণ্যার্থী এবং পর্যটকদের ফিরে আসার জন্য ‘অ্যাডভাইজ়রি’ জারি করা হয় রাজ্য প্রশাসনের তরফে

5/8

সন্ধে থেকেই কাশ্মীর উপত্যকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। আগের থেকে টাকা তুলে রাখতে দীর্ঘ লাইন পড়েছে বিভিন্ন এটিএম-এ। পেট্রোল, ওষুধও মজুত করে রাখছেন স্থানীয়রা। 

6/8

গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সজ্জদ লোন, ইমরান আনসারি-সহ একাধিক রাজনৈতিক নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন

7/8

তাঁরা জানতে চেয়েছিলেন, ৩৫-এ অনুচ্ছেদ প্রয়োগে এই মুহূর্তে সরকার কোনও পদক্ষেপ করছে কিনা।

8/8

রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রশ্ন খারিজ করে রাজ্যপাল জানিয়ে দেন, কাশ্মীরে নিরাপত্তা বাড়ানোর পিছনে এমন কোনও অভিসন্ধি নেই। তাঁদের গুজবে কান না দেওয়ার বার্তা দেন রাজ্যপাল।