মাঝপথে বন্ধ অমরনাথ যাত্রা, ঘরে ফিরছেন পুণ্যার্থী ও পর্যটক, দেখুন ছবি

Sat, 03 Aug 2019-7:10 pm,

গতকাল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিস যৌথ সাংবাদিক বৈঠক করে জানায়, বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা

এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে পাক সেনার

 অমরনাথ যাত্রা রুটে পাওয়া গিয়েছে ল্যান্ডমাইন এবং পাক সেনার ব্যবহৃত টেলিস্কোপ যুক্ত এম-২৪ স্নাইপার রাইফেল

এর পরই তড়িঘড়ি পুণ্যার্থী এবং পর্যটকদের ফিরে আসার জন্য ‘অ্যাডভাইজ়রি’ জারি করা হয় রাজ্য প্রশাসনের তরফে

সন্ধে থেকেই কাশ্মীর উপত্যকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। আগের থেকে টাকা তুলে রাখতে দীর্ঘ লাইন পড়েছে বিভিন্ন এটিএম-এ। পেট্রোল, ওষুধও মজুত করে রাখছেন স্থানীয়রা। 

গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সজ্জদ লোন, ইমরান আনসারি-সহ একাধিক রাজনৈতিক নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন

তাঁরা জানতে চেয়েছিলেন, ৩৫-এ অনুচ্ছেদ প্রয়োগে এই মুহূর্তে সরকার কোনও পদক্ষেপ করছে কিনা।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রশ্ন খারিজ করে রাজ্যপাল জানিয়ে দেন, কাশ্মীরে নিরাপত্তা বাড়ানোর পিছনে এমন কোনও অভিসন্ধি নেই। তাঁদের গুজবে কান না দেওয়ার বার্তা দেন রাজ্যপাল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link