বাইশ গজের লাইভ শো এ বার Amazon-এ

Nov 11, 2020, 12:50 PM IST
1/5

 ক্রিকেটেও টিভিকে চ্যালেঞ্জ OTT প্ল্যাটফর্মের। বাইশ গজের লাইভ শো দেখার মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম।    

2/5

টিভির একচেটিয়া রমরমাকে এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে OTT প্লাটফর্মে আসছে ক্রিকেট। স্পষ্ট করে বললে, ভবিষ্যতে অ্যামাজন প্রাইম ভিডিয়ো-তে দেখা যাবে বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনদের লড়াই।  

3/5

নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন প্রাইম। অ্যামাজন প্রথম কোনও স্ট্রিমিং সার্ভিস যারা ভারতে খেলা সম্প্রচারের জন্য বড় কোনও ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করল।

4/5

২০২৫-২৬ মরসুম পর্যন্ত এই চুক্তি থাকছে কিউই ক্রিকেট বোর্ডের সঙ্গে। এই সময়ের মধ্যে নিউ জিল্যান্ডের ছেলেদের এবং মেয়েদের সব আন্তর্জাতিক ম্যাচের স্বত্ব অ্যামাজনের।

5/5

২০২২ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত নিউ জিল্যান্ড সফরের স্বত্ব থাকবে অ্যামাজন প্রাইম ভিডিয়োর কাছেই। কিউই ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যামাজনের এই চুক্তিতে নতুন এক দিগন্ত খুলে গেল বলে মনে করছে ক্রিকেট মহল।