আর্থিক মন্দা অথচ মাত্র ৩৬ ঘণ্টায় এত টাকার ফোন বেচে রেকর্ড অ্যামাজনের
নিজস্ব প্রতিবেদন: দেশে আর্থিক মন্দা চলছে। অথচ তার কোনও প্রভাবই পড়ল না অ্যামাজন ও ফ্লিপকার্টের বিক্রিবাটাতে।
২৯ অক্টোবর থেকে বিভিন্ন পণ্যে ঢালাও ছাড় দিতে শুরু করেছে অ্যামাজন ও ফ্লিপকার্ট। আর প্রথম দিনেই ব্যাপক ব্যবসা করেছে দুটি অনলাইন রিটেল সংস্থাই।
ফ্লিপকার্ট দাবি করেছে, গতবছরের প্রথম দিনের চেয়ে দ্বিগুণ বেশি বিক্রিবাটা হয়েছে চলতি সেলে।
আর মোবাইল ফোন বিক্রিতে আকাশ ছুঁয়ে ফেলেছে অ্যামাজন। মাত্র ৩৬ ঘণ্টায় ৭৫০ কোটি টাকার স্মার্ট বেচেছে সংস্থা।
অ্যামাজনের তথ্য বলছে, স্যামসাং, অ্যাপল, ওয়ান প্লাসের মতো সংস্থার দামি ফোন কিনতেও কার্পণ্য করেননি ক্রেতারা।