এবার চিনের বিরুদ্ধে কয়েক লাখ শিশু কন্যা খুনের গুরুতর অভিযোগ করল আমেরিকা

Oct 02, 2020, 14:49 PM IST
1/5

চিনের বিরুদ্ধে আরও একবার গুরুতর অভিযোগ করল আমেরিকা। এমনিতেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চিন দীর্ঘদিন ধরেই মহিলাদের উপর নানারকম পরীক্ষা চালাচ্ছিল বলে অভিযোগ ছিল।

2/5

এবার আমেরিকা দাবি করেছে, চিনের প্রশাসন জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কয়েক লক্ষ শিশু কন্যাকে খুন করেছে। 

3/5

মার্কিন শিক্ষা সচিব বেস্টি ডেভোসের এই অভিযোগের পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে।

4/5

বেস্টি ডেভোস দাবি করেছেন, ১৯৯৫ সাল থেকে এখনও পর্যন্ত কয়েক লাখ শিশু কন্যাকে খুন করে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিনের কমিউনিস্ট পার্টি।

5/5

তাঁর আরও মারাত্মক দাবি, এমন জঘন্য কাণ্ড পরিচালনর জন্য রাষ্ট্র সংঘ চিনকে সাহায্য করছে। চিনের তরফে অবশ্য এই ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয় হয়নি। উল্লেখ্য, ১৯৯৫ সালে বেজিংয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন আয়োজিত হয়েছিল। সেই সম্মেলনের ২৫ বছর পূর্তি ছিল গতকাল। আর তাই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করেছিল।