৫ বছরে লাফিয়ে বাড়ল অমিত শাহ ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ
Mar 31, 2019, 18:04 PM IST
1/10
বয়সের কারণে গান্ধীনগরে আর প্রার্থী হননি লালকৃষ্ণ আডবাণী। শনিবার ওই আসনে মনোনয়নপত্র পেশ করেন অমিত শাহ। আর মনোনয়নপত্রের সঙ্গে অমিত শাহ যে হলফনামা দাখিল করেছেন, তাতে দেখা যাচ্ছে
2/10
অমিত শাহের বিরুদ্ধে রয়েছে দুটি ফৌজদারি মামলা। বিহার ও পশ্চিমবঙ্গে দুটি করে মামলা রয়েছে অমিতের নামে। তবে দোষী সাব্যস্ত নন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
photos
TRENDING NOW
3/10
বিএ দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশুনো করেছেন অমিত শাহ। তাঁর ও স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি ৮১ লক্ষ টাকা। ২০১২ সালে সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি।
4/10
শাহের হাতে নগদ অর্থ রয়েছে ২০ হাজার ৬৩৩ টাকা। তাঁর স্ত্রীর কাছে আছে ৭২,৫৭৮ টাকা।
5/10
হলফনামা অনুযায়ী, শাহ দম্পত্তির কাছে ৯.৮০ লক্ষ টাকার মেয়াদি আমানত ও ২৭.৮০ টাকা সেভিংস অ্যাকাউন্টে রয়েছে।
6/10
হলফনামায় অমিত শাহ দাবি করেছেন, তাঁর রোজগারের উত্স রাজ্যসভার সাংসদ হিসেবে বেতন, ভাড়া ও কৃষিজমির আয়।
7/10
২০১৭ সালে রাজ্যসভার ভোটে হলফনামায় ৩৪.৩১ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছিলেন অমিত শাহ। ২ বছরে তাঁর আয় বেড়েছে ৪.৫ কোটি টাকা।
8/10
২০১২ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অমিত শাহ। সেবার অমিত শাহ দাবি করেছিলেন, তাঁর ও স্ত্রী সোনালবেন, পুত্র জয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি টাকা।
9/10
২০১৭-১৮ সালের আয়কর তথ্য অনুযায়ী, অমিতের আয় ছিল ৫৩.৮০ লক্ষ ও তাঁর স্ত্রীর আয় ২.৮৪ কোটি। তার আগের আর্থিক বছরে সোনালবেনের আয় ছিল ১.০৫ কোটি। একবছরে দ্বিগুণ আয়বৃদ্ধি হয়েছে অমিতের স্ত্রীর।
10/10
গত ৫ বছরে অমিতের স্ত্রীর সম্পত্তি ১৪ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৩ কোটি। ১৬ গুণ বেড়েছে তাঁর স্ত্রীর সম্পত্তি।