পুজোর আগে আর বাংলায় আসা হল না অমিত শাহ-র

Oct 14, 2020, 16:42 PM IST
1/5

পুজোর আগে রাজ্যে আসছেন না অমিত শাহ।  তার আগে তৃতীয়াতে শহরে পা রাখছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। 

2/5

সামনেই ২০২১-এর বিধানসভা ভোট। পুজোকে হাতিয়ার করে জনসংযোগ ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করছে না বিজেপি।   

3/5

ষষ্ঠীর দিন পুজো উপলক্ষ্যে বার্তা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।   

4/5

তার আগে বাংলায় পা রাখার কথা ছিল অমিত শাহের।   

5/5

তবে, বিশেষ কারণে এখন আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বদলে পুজোর পর তাঁর আসার কথা।