খেজুরের চাটাইয়ে বসে আদিবাসী রান্নায় তৃপ্তির মধ্যাহ্নভোজ অমিতের, সঙ্গী হলেন দিলীপ-মুকুল

Nov 05, 2020, 17:17 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রথম দফার দলীয় বৈঠক সেরে চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছতেই শঙ্খধ্বনি, উলুধ্বনিতে অভ্যর্থনা জানানো হয় তাঁকে।

2/5

বিভীষণ হাঁসদার বাড়িতে পৌঁছে কিছুক্ষণ টাকিয়ায় বসে বিশ্রাম নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বসেই পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। খোঁজখবর নেন বিভিন্ন বিষয়ে।

3/5

তারপর বাড়ির দাওয়ায় খেজুর চাটাইয়ের আসনে বসে ভাত, রুটি, ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা ও বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ সহযোগে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। 

4/5

তাঁর সঙ্গে বসেই আহার সারেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনার তদারকি করেন সৌমিত্র খাঁ।

5/5

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে এদিন ডোকরার তৈরি একটি দুর্গামূর্তিও তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে এদিন সকাল থেকেই সাজ সাজ রব চতুরডিহি গ্রামে। আদিবাসী ঘরে অমিত শাহের মধ্যাহ্নভোজকে কেন্দ্র করে আচমকাই লাইমলাইটে এখন চতুরডিহি।