দেখুন ছবিতে: রাজ্যে একটিই দুর্গাপুজোর উদ্বোধন করলেন অমিত শাহ

Oct 01, 2019, 23:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সল্টলেকের বিজে ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন করলেন অমিত শাহ।  

2/5

মায়ের পায়ে ফুল দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

3/5

রাজ্যে অমিতের হাতে ৪টি পুজো উদ্বোধনের জন্য বেছে ছিল রাজ্য বিজেপি। তবে সূত্রের খবর, একটি পুজোই উদ্বোধন করতে চান অমিত। তখন বাছা হয় সল্টলেকে সব্যসাচী দত্তের পুজোকে।   

4/5

তার আগে অমিত বলেন, রাজ্যে ১৮টি আসন পেয়েছ বিজেপি। তার ফল, এবার আর দুর্গাপুজোর বিসর্জন আটকানোর সাহস হয়নি তৃণমূলের। বিজেপি ক্ষমতায় আসলে স্কুলে সরস্বতী পুজোতেও কেউ বাধা দিতে পারবে না। 

5/5

তার আগে নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ ঘোষণা করেন, হিন্দু শরণার্থীরা কোথাও যাবেন না। তবে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে। নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর ভোটাধিকার পাবেন দেশের ওপার থেকে পালিয়ে আসা হিন্দুরা।