জল, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হল Vodka, বিশ্বে এই প্রথম

Nov 15, 2019, 20:09 PM IST
1/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

বাতাস থেকে নেওয়া হয়েছে কার্বন ডাই অক্সাইড। তার সঙ্গে জল আর সৌরশক্তির সাহায্যে তৈরি হয়েছে ভদকা। বিশ্বের প্রথম ভদকা যা কিনা কার্বন ডাই অক্সাইড ও জল থেকে উত্পাদন করা হয়েছে। আমেরিকার একটি সংস্থা এই ভদকা উত্পাদন করে সাড়া ফেলে দিয়েছে। 

2/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

সংস্থার দাবি, বাতাসের কার্বন ডাই অক্সাইড সোলার পাওয়ার মেশিনে এথেনল-এ পরিণত করে প্রস্তুত করা হয়েছে এই ভদকা। যা কি না সম্পূর্ণ শুদ্ধ। 

3/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

প্রতি বোতল ভদকা প্রস্তুতে ০.৪ কিলো কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সাধারণ ভদকার থেকে এটির স্বাদ আলাদা হবে। 

4/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সোলার মেশিনের মাধ্যমে বাতাসের কার্বন ডাই অক্সাইড নিয়ে সেটিকে কার্বন ও অক্সিজেনে ভেঙে তাতে জল মিশিয়ে তৈরি হয়েছে এই ভদকা। 

5/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

এক বোতল ভদকার দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৪৭০০ টাকা। ২০২০-র মধ্যে এই ভদকা বাজারে মিলবে বলে জানিয়েছে সংস্থাটি। 

6/6

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ভদকা

কার্বন ডাই অক্সাইড থেকে উত্পাদন করা হলেও এই ভদকায় কোনওরকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।