1/5
'মাঙ্কিগেট' অধ্যায়
সাইমন্ডসের ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে অন্ধকার অধ্যায় 'মাঙ্কিগেট' বিতর্ক। ২০০৭-০৮ সালে অনিল কুম্বলের ভারত টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল। সেই সিরিজের শুরু থেকেই জঘন্য আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল ভারত। বিশেষত সাইমন্ডসের একাধিক আউট দেনি আম্পয়াররা। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। সিডনি টেস্টে সাইমন্ডস দাবি করেন যে, হরভজন সিং তাঁকে ‘মাঙ্কি’ বলেছেন। এর জেরে হরভজন তিন টেস্ট নির্বাসিত হন। কুম্বলে অ্যান্ড কোং এই অভিযোগ উড়িয়ে দেয়। এই নিয়ে বিতর্কের ঝড় উঠে গিয়েছিল বাইশ গজে।
2/5
সাইমন্ডস ও ক্লার্ক
সাল ২০০৮। সাইমন্ডসকে অস্ট্রেলিয়া বাড়ি পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ চলাকালীন। মাইকেল ক্লার্ক হয়ে গিয়েছিলেন ভাইস-ক্যাপ্টেন। সাইমন্ডস টিম মিটিংয়েও যোগ দেননি। সাইমন্ডস পরে জানান যে, আইপিএল থেকে প্রচুর টাকা পাওয়ার জন্য তাঁর আর ক্লার্কের সম্পর্ক নষ্ট হয়েছে। ২০০৮ সালে ডেকান চার্জাস সাইমন্ডসকে ৫ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয়।
photos
TRENDING NOW
3/5
নেশার জন্য সমস্য়া
4/5
ক্রিকেট কেরিয়ার
5/5
সাইমন্ডসকে টি-২০ দল থেকে ছুঁড়ে ফেলা হয়
photos