'কেউ অভিনয় শিখতে চাইলে রণবীর কাপুরকেই দেখুক'! বললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা

অভিনেতা উপেন্দ্র লিমায়ে অভিনয় করেন রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' ছবিতে। এবার তাঁর মুখেই শোনা গেল রণবীরের প্রশংসা। 

Dec 17, 2023, 18:04 PM IST
1/5

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: সম্প্রতি জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা উপেন্দ্র লিমায়ে অভিনয় করেন রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' ছবিতে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় 'ফ্রেডি পাটিল' ভূমিকায় কাজ করেন অভিনেতা। এবার তাঁর মুখেই শোনা গেল রণবীরের প্রশংসা। 

2/5

ইতিমধ্য়েই তাঁর এই চরিত্র নিয়ে একাধিক মিম তৈরী হয়েছে। মানুষ তাঁর এই চরিত্র খুবই পছন্দ করেছে। তিনি যেখানেই যান মানুষ তাঁকে তাঁর চরিত্রের 'গুড বাই' সিন করে দেখাতে বলেন।

3/5

তিনি সোশ্যাল মিডিয়াতে না থাকায়, ছবিটি বেরোনোর আগে অবধি কেউ জানতোই না যে 'অ্যানিমাল' ছবিতে তাঁর কোনও চরিত্র আছে বলে। পরবর্তীতে সিনেমা দেখার পর সকলেই তাঁর প্রশংসা করেছেন।

4/5

তিনি জানান, 'যখন আমি শুনেছি রণবীর কাপুর অ্যানিমাল ছবিতে রনবিজয়-এর চরিত্রে করছে, তখনই আমি রণবীরকে জানাই যে আমি ঠিক কতটা খুশি ওর সঙ্গে কাজ করার কথা ভেবে।'  

5/5

তিনি আরও বলেন, 'আমি প্রথম থেকেই রণবীরের অনেক বড় অনুরাগী। বলিউডে অনেক তারকা আছে তাঁদের সবার মধ্য়ে রণবীর অন্যতম। কেউ অভিনয় শিখতে চাইলে রণবীরকে পড়ুক'। রণবীর এই কথা শুনে অভিনেতাকে যেভাবে ধন্যবাদ জানিয়েছেন, সেই কথাও বলেছেন অভিনেতা।