ধোনি একাই ৮০০!

Sep 30, 2018, 15:12 PM IST
1/8

1

ধোনি একাই ৮০০!

# এশিয়া কাপের ফাইনালে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি।  

2/8

2

ধোনি একাই ৮০০!

# শুক্রবার এশিয়া কাপের ফাইনালে কুলদীপ যাদবের বলে লিটন দাস এবং মাশরফি মোর্তাজাকে স্ট্যাম্পিং করেন এমএসডি।

3/8

3

ধোনি একাই ৮০০!

# আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফর্ম্যাট মিলিয়ে ধোনির ৮০০ টি শিকার(ক্যাচ+স্ট্যাম্পিং)হয়ে গেল। ধোনির ৮০০ তম শিকার হলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোতার্জা।

4/8

4

ধোনি একাই ৮০০!

# এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে ৮০০ শিকার ধোনির।

5/8

5

ধোনি একাই ৮০০!

# ৯০ টেস্টে ২৯৪ টি শিকার ধোনির নামের পাশে। ৩২৭ টি একদিনের ম্যাচে ৪১৯ শিকার মাহির। আর ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭টি শিকার মহেন্দ্র সিং ধোনির।

6/8

6

ধোনি একাই ৮০০!

# আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকার করে তালিকায় ধোনি এখন তিন নম্বরে।

7/8

7

ধোনি একাই ৮০০!

# আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকারের তালিকায় ধোনির আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার (৯৯৮)এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট(৯০৫)।

8/8

8

ধোনি একাই ৮০০!

# এশিয়া কাপের ফাইনালে জোড়া স্ট্যাম্পিংয়ের সুবাদে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্ট্যাম্পিং করা উইকেটকিপারের তালিকায় শীর্ষস্থানে। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ১৮৪টি স্ট্যাম্পিং হয়ে গেল। ধোনির ঠিক পিছনে যাঁরা আছেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিয়েছেন।  শ্রীলঙ্কার দুই প্রাক্তন উইকেটকিপার কুমারা সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারনা (১০১)।