ফের সার্জিক্যাল স্ট্রাইক সেনার, গুঁড়িয়ে গেল একের পর এক জঙ্গিঘাঁটি: সূত্র

Mar 15, 2019, 14:40 PM IST
1/7

পুলওয়ামাকাণ্ডের পর সীমান্তের ওপারে জইশ-এ-মহম্মদের জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারত। আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক চালাল দেশের সেনাবাহিনী। 

2/7

সূত্রের খবর, পাকিস্তানের পর এবার মায়ানমারে রোহিঙ্গা ও নাগা জঙ্গি ঘাঁটিগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত।   

3/7

প্রাথমিক খবর, ভারত সীমান্ত লাগোয়া মায়ানমার ভূখণ্ডে জঙ্গলের মধ্যে ছিল একাধিক জঙ্গিশিবির। মায়ানমার সেনার সঙ্গে যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিশিবিরগুলি। সূত্রের খবর, গত দুসপ্তাহ ধরে চলেছে জঙ্গি নির্মূল অভিযান। 

4/7

মিজোরাম সীমান্তের কাছে শিবির করেছিল জঙ্গি সংগঠন আরাকান আর্মি। ভারতের সঙ্গে মায়ানমারের মধ্যে চলছে সড়কপথ নির্মাণের কাজ। আর সেই কাজেই বাধা দিচ্ছিল আরাকান জঙ্গিরা। জানা গিয়েছে, চিনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জঙ্গিদের। 

5/7

সূত্রের খবর, মিজোরাম সীমান্তে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে। দ্বিতীয় দফায় জঙ্গি সংগঠন NSCN (K) সদর দফতরকে নিশানা করে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেটি। 

6/7

সূত্রের খবর, রোহিঙ্গা জঙ্গিদের আরাকান আর্মি ও নাগা জঙ্গিদের বিরুদ্ধে দুসপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ভারত-মায়ানমার সেনা।

7/7

বলে রাখি, এর আগে ২০১৫ সালে মায়ানমারে হট পারস্যুটের মাধ্যমে জঙ্গিদের খতম করেছিল ভারতীয় সেনা। তখন সেনার তারিফ করে টুইট করে জানিয়েছিলেন রাজ্যবর্ধন সিং রাঠৌর।