Anubrata Mondal: চড়াম চড়াম আর বাজবে না? বীরভূমের দায়িত্ব ছাড়তে চলেছেন অনুব্রত!

Birbhum District President: ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব ছাড়বেন।

Oct 21, 2024, 16:08 PM IST
1/7

অনুব্রত

প্রসেনজিত্‍ মালাকার: তৃণমূলের জেলা সভাপতি পদ ছাড়ার ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল। তবে এখনই দায়িত্ব ছাড়ছেন না তিনি।

2/7

অনুব্রত

২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব ছাড়বেন।

3/7

অনুব্রত

সোমবার সিউড়ির ২ ব্লকের পুরন্দরপুরের মাঠে বান্ধব সমিতির সভা থেকে একথা জানালেন ‘কেষ্ট’ নিজেই।

4/7

অনুব্রত

সোমবার সিউড়ির পুরন্দরপুর এলাকার বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, ওই এলাকার ব্লক সভাপতি নুরুল ইসলাম নিজের পদ ছাড়ার জন্য আবেদন করেছিলেন। 

5/7

অনুব্রত

সেই পরিপ্রেক্ষিতেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "নুরুল খুব ভালো ছেলে। আমরা একসাথে রাজনীতি করেছি এবং একসাথে কাজ করেছি। আমি নুরুলকে বলব এখনই পদ না ছাড়ার কথা। আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে দেওয়ার পর ছাড়তে হলে, একসাথে দুই দাদা ভাই মিলে ছাড়বো।"

6/7

অনুব্রত

রাজনৈতিকভাবে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের যে প্রাধান্য পূর্বতন সময়ে দেখা গিয়েছিল, তা আজ আর নেই। এমনকি ঝাঁঝালো বক্তব্য শোনা যাচ্ছে না অনুব্রত মণ্ডলের মুখে।  

7/7

অনুব্রত

অনুব্রত মণ্ডলের পাশে একসময় দাঁড়িয়ে থাকা বহু নেতা-কর্মী এখন আর দেখা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই কি অনুব্রত মণ্ডল দল ছাড়ার কথা বলছেন? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।