Anupam Kher at Kalighat: রবিবাসরীয় সকালে কালীঘাটে 'বিজেপি ঘনিষ্ঠ' অভিনেতা অনুপম খের...

Mar 12, 2023, 16:04 PM IST
1/6

কালীঘাটে অনুপম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালে কালীঘাটে হাজির অভিনেতা অনুপম খের। অভিনেতাকে এক ঝলক দেখতে উপচে পড়ে ভিড়।  

2/6

কালীঘাটে অনুপম...

বিজেপি ঘনিষ্ঠ এই অভিনেতার কালীঘাটে আসা নিয়ে শুরু হয় জলঘোলা। তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি, কারণ ঐ অঞ্চলেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়?    

3/6

কালীঘাটে অনুপম...

অনুপমের স্ত্রী অভিনেত্রী কিরণ খের বিজেপির প্রাক্তন সাংসদ। অভিনেতাকেও দেখা গেছে নানা বিষয়ে তিনি কেন্দ্রীয় শাসকদলের সমর্থনেই কথা বলেন।  

4/6

কালীঘাটে অনুপম...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা জানা না গেলেও অভিনেতা জানান যে, তিনি কালী মন্দিরে পুজো দিতে এসেছেন। অভিনেতার পরনে ছিল খয়েরি পাঞ্জাবী ও গলায় জবার মালা।  

5/6

কালীঘাটে অনুপম...

অনুপম বলেন, ‘এখানে এসে খুব ভাল লাগছে। আমি দেশের ঐক্যের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি। আমার বন্ধু সতীশ কৌশিকের আত্মার শান্তি কামনা করেও প্রার্থনা করেছি। জয় মা কালী।’  

6/6

কালীঘাটে অনুপম...

শহরের এক অনুষ্ঠানে যোগদান করতে মুম্বই থেকে এসেছেন অনুপম খের। তার আগেই কালীঘাটে হাজির হয়েছেন তিনি।