দেশকে ভাগের চেষ্টা করছে মোদী সরকার, JNU-কাণ্ডে সোচ্চার অনুরাগ কাশ্যপ

Jan 08, 2020, 21:12 PM IST
1/6

JNU কাণ্ডে ফের একবার সোচ্চার হলেন বলিউডের পরিচালক, প্রযোজক অনুরাগ কাশ্যপ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ''শুধু JNU কাণ্ড নয়, গোটা দেশে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার তীব্র নিন্দা করছি।''

2/6

অনুরাগের কথায়, ''শুধু JNU-কেন, এর আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটল তা কাম্য নয়। গোটা দেশের পরিস্থিতিতে কীভাবে মুখ বুঝে থাকা যায়?''

3/6

অনুরাগ কাশ্যপ বলেন, ''এ দেশের সরকার যে রাজনীতি করছে, তাতে তাঁদের কাজ নিয়ে কেউ প্রশ্ন তুললেই তারা সরকারের শত্রু হয়ে উঠছে। এই সরকার প্রশ্ন করা পছন্দ করে না, যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরাই সরকারের শত্রু হয়ে উঠছে। ''

4/6

অনুরাগের কথায়, মোদী সরকার দেশকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন এক দেশভক্ত দুই দেশদ্রোহী। যাঁরা মোদীকে সমর্থন করছেন তাঁরাই দেশভক্ত হয়ে যাচ্ছেন, আর যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরাই দেশদ্রোহী। কারঁ এদেশের সরকার প্রশ্নকে ভয় পায়। 

5/6

দেশের রাষ্ট্রপতিকে আক্রমণ করে অনুরাগ বলেন, ''দেশের রাষ্ট্রপতি সকালে উঠেই কাগজপত্র সই করে দেন, আর আইন পাশ হয়ে যায়, কোনও বিতর্কের সুযোগই থাকে না। ''

6/6

এদিকে এদিন দীপিকা পাড়ুকোনকে সমর্থন করতে নিজের টুইটার হ্যান্ডেলের DP-ও বদলে ফেলেন অনুরাগ। বলেন, দীপিকা পুরুষদের থেকেও শক্তিশালী। দীপিকা কোনওরকম ভয় না পেয়ে এগিয়ে এসেছেন।