আইনজীবীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নয়, জানাল দিল্লি হাইকোর্ট

Nov 06, 2019, 19:29 PM IST
1/7

শনিবার গাড়ি পার্কিং নিয়ে আইনজীবীদের সঙ্গে পুলিসের তুলকালাম পরিস্থিতি তৈরি হয় তিস হাজারি আদালত চত্বরে। পুলিসের তরফে গুলি চালনা হয় বলে অভিযোগ।

2/7

বার কাউন্সিলের চেয়ারম্যান জানান, আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পুলিসকে। বিচারপতিদের নিরাপত্তা তুলে নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে পুলিস। আদালতকে এভাবে অবমাননা উচিত নয় বলে জানান তিনি।

3/7

বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, মঙ্গলবার যে সব পুলিস বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে 

4/7

পাটিয়ালা কোর্ট, সাকেত জেলা আদালতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

5/7

আজ দিল্লির পুলিসের বিক্ষোভের প্রতিবাদে পালটা বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা।

6/7

দিল্লি হাইকোর্টের এই রায়কে নৈতিক জয় বলে ব্যাখ্যা করছেন আইনজীবীরা।

7/7

জোর ধাক্কা খেল দিল্লি পুলিস। তিস হাজারি কাণ্ডে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আইনজীবীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।