বিদেশ নয়, এবার ভারতেই তৈরি হবে iPhone 12

Mar 11, 2021, 20:26 PM IST
1/5

ভারতীয় গ্রাহকদের জন্য এবার এদেশেই তৈরি হবে iPhone 12 । এমনটাই ঘোষণা করল Apple ।   

2/5

অ্য়াপেলের দ্বিতীয় বড় বাজার  হল ভারত। অ্যাপলের তরফে জাননো হয়েছে, ভারতের  আইফোনের উত্পাদন শুরু করতে চলেছি আমরা। এর জন্য গর্বিত। 

3/5

ভারতে আইফোনের কিছু মডেলে তৈরি করে(assemble) Foxconn ও Wistron মতো সংস্থা। ওইসব সংস্থায় তৈরি হয়  iPhone SE,  iPhone 10R  ও iPhone 11 ।

4/5

এতদিন চিনেই একচেটিয়াভাবে তৈরি হতো আইফোনের অধিকাংশ মডেল। চিনের বিভিন্ন জায়গা থেকে সেই উত্পাদন বন্ধ করে দিয়েছে অ্যাপল। এবার নজর ভারতের দিকে।   

5/5

তাদের প্রথম 5G মডেল হিসেবে iPhone 12 বাজারে ছেড়েছিল অ্য়াপল। এদের এবার সেই মডেলটি তৈরি করবে Foxconn।  এমনটাই সূত্রের খবর।