উদ্ধার ৭২ টা বোমা, ৪ টা ওয়ান সাটার বন্দুক, একটি সেভেন এম এম পিস্তল, লং আর্মস

Aug 27, 2020, 18:55 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: খানাকুলের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল আরামবাগ থানার পুলিস। ৭২টি তাজা শক্তিশালী বোমা,১টা লং আর্মস,১টা সেভেন এম এম পিস্তল, ৪টে ওয়ান সাটার বন্দুর এবং ১৫ রাউন্ড গুলি পুলিস উদ্ধার করেছে।  

2/5

পুলিসের কাছে খবর ছিল হুগলির বিভিন্ন জায়গায় বিশেষ করে খানাকুলে বে-আইনি অস্ত্র মজুত হচ্ছে। তারপরই  বুধবার হুগলির গ্রামীণ পুলিস সুপার তথাগত বসুর নেতৃত্বে সারারাত ধরে তল্লাশি চলে।  

3/5

উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বোমা । ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা দাগী আসামী বলে পুলিস জানিয়েছে।

4/5

পুলিস সুপার তথাগত বসু জানান, " গ্রেফতার হওয়া ৬ অভিযুক্ত বিভিন্ন সময়ে নানা অপরাধে জেল খেটেছে। পুলিসের খাতায় এরা প্রত্যেকেই মোস্ট ওয়ান্টেড। " পুলিস সূত্রের খবর খানাকুলের ভৌগোলিক মানচিত্রে সুবিধা নিয়ে অপরাধ বেড়ে চলেছে। তাই বেশকিছু পরিকল্পনা নিয়েছে জেলা পুলিস।

5/5

জেলার পুলিস সুপার জানিয়েছেন, আগামী দিনে বেশকিছু সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা করতে চলেছি। নানা দৃষ্টিকোণ থেকে খানাকুলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সব ফাঁড়িগুলোকে সক্রিয় করা উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোন ফাঁড়িগুলোকে সাজানো হচ্ছে। এককথায় পুলিসের উপস্থ্তি বাড়ানো হচ্ছে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।