অনন্তনাগে পাথরবাজের হামলায় শহিদ ২২ বছরের জওয়ান

Oct 26, 2018, 20:24 PM IST
1/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_6

 জম্মু-কাশ্মীরের অনন্তনাগের পাথর হামলায় আহত জওয়ান প্রাণ হারালেন। বুধবার অনন্তনাগে সেনাকে লক্ষ্য করে ছোঁড়া পাথরে মাথায় গুরুতর আঘাত পান জওয়ান রাজেন্দ্র সিং। হাসপাতালে চিকিত্সা চালানোর পরও তাঁকে বাঁচানো গেল না।

2/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_5

ভারতীয় সেনা জানিয়েছে, ২০১৮ সালের ২৫ অক্টোবর আপত্কালীন দলের সদস্য ছিলেন ২২ বছরের রাজেন্দ্র সিং। বর্ডার রোড অর্গানাইজেশনকে নিরাপত্তা দিচ্ছিল দলটি। 

3/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_4

বিকেল ৬টা নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারে অনন্তনাগ বাইপাস দিয়ে যাচ্ছিল সেনা কনভয়। সেই কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে কয়েকজন পাথরবাজ। 

4/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_3

পাথরবাজদের ছোড়া পাথরে গুরুতর আহত হন রাজেন্দ্র সিং। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ৯২ বেস হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রাজেন্দ্রকে। 

5/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_2

উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাদেনা জেলার বাসিন্দা ২২ বছরের রাজেন্দ্র। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা। 

6/6

পাথরবাজের হামলায় মৃত্যু

stone_1

এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় শহিদ রাজেন্দ্রকে। তাঁর সঙ্গে আরও দুই শহিদ জওয়ান ব্রজেশ কুমার ও গামসিয়ামিলানাকে শ্রদ্ধা জানায় সেনা। বুধবার জঙ্গিদের গুলিতে শহিদ হন তাঁরা।