সাতসকালে বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী

Nov 04, 2020, 10:32 AM IST
1/7

সাতসকালেই মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার রিপাবলিক টিভির সাংবাদিক অর্ণব গোস্বামী।

2/7

তাঁকে আলিবাগে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।   

3/7

২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল তাঁকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার অর্ণব গোস্বামী।   

4/7

অর্ণবের সঙ্গে ধস্তাধস্তি মুম্বই পুলিসের। ধস্তাধস্তির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও খারাপ আচরণ করেছে পুলিস, বলে অভিযোগ। 

5/7

অভিযোগ, ৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ বছর ২ আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক লিখেছিলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুজনের কাছ থেকে তিনি ৫.৪ কোটি টাকা পান।

6/7

মামলাটি এর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিস সূত্রে খবর, মৃতের স্ত্রী তার স্বামীর মৃত্য়ুর মামলাটি পুনরায় খোলার জন্য আদালতের দ্বারস্থ হয়। এরপরই আদাল মামলাটি পুনরায় শুরুর নির্দেশ দিয়েছে।  

7/7

 সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করছেন।