'ভাইজান' সলমনের জন্মদিনেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বোন অর্পিতা

Dec 27, 2019, 15:21 PM IST
1/6

দ্বিতীয়বারের জন্য মা হলেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। 

2/6

২৭ ডিসেম্বর সকালে কন্যা সন্তানের জন্ম দেন অর্পিতা খান শর্মা। মেয়ের বাবা হওয়ার কথা সকলকে জানা আয়ুষ শর্মা।

3/6

শুক্রবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দেন অর্পিতা। 

4/6

অর্পিতা ও তাঁর সন্তানকে দেখতে এদিন হাসপাতালে হাজির ছিলেন সলমনের পরিবারের সদস্যরা। 

5/6

তাঁর ৫৪ বছরের জন্মদিনে অর্পিতার কন্যা সন্তানের জন্মই সলমনের কাছে সবচেয়ে বড় উপহার বলে জানাচ্ছেন পরিবারের সদস্যারা।  

6/6

মেয়ের বাবা হওয়ার খবরে তিনি ভীষণই খুশি বলে জানান আয়ুষ।