1/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/05/203306-88484.jpg)
কাশ্মীরে তুলে দেওয়া হল ৩৭০ ধারা। জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রেখেছে কেন্দ্র। লাদাখকে বিধানসভাহীন এবং জম্মু ও কাশ্মীরকে বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়। প্রধানমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকের পর সোমবার সকালে মোদী সরকারের এই 'নজিরবিহীন' সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে ট্যুইট বার্তায় স্বাগত জানিয়েছেন বলি তারকারা। আগেই কাশ্মীরের অধিকাংশ জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছিল। অমরনাথ যাত্রীদের উপর জঙ্গী হামলার আশঙ্কায় তাঁদের ফিরে আসার নির্দেশিকা জারি করে রাজ্য় প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। ওই অবস্থার প্রেক্ষিতে অভিনেতা অনুপম খের জানান, "কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে।"
photos
TRENDING NOW
4/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/05/203303-70707.jpg)
5/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/05/203302-696966.jpg)
7/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/05/203300-20000.jpg)
photos